নির্বাচন কমিশন পুর্নগঠনের কোন সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার (৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে হাসুমনির পাঠশালা আয়োজিত “তারুণ্য সম্পদ, তারুণ্যই ভবিষ্যৎ : প্রয়োজন আদর্শিক নেতৃত্ব” শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি মনে করি এদেশে আর কোনও দিন তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকার আসবে না। নির্বাচন হবে দলীয় সরকারের অধীনে।’
তোফায়েল বলেন, ‘আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আমাদের কোনও আলাপ-আলোচনা হবে না।’
হাসুমণি’র পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ ড. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো.মশিউর রহমান।
আরজেড/