নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে কমিশন সচিবালয়ে পৌঁছেছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের নেতৃবৃন্দ।
বুধবার (৭ নভেম্বর) বেলা ১১টার পর আগারগাঁওস্থ কমিশন সচিবালয়ে পৌঁছান তারা।
নির্বাচন কমিশন ভবনে বৈঠকে অংশ নেবেন সাবেক সম্মিলিত জোটের শীর্ষ নেতারা।
এছাড়া বিকাল ৪টায় আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।
এর আগে ৩ নভেম্বর শনিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছাতে ইসিকে চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।
পরে ৫ নভেম্বর সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ইসিতে যান আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, গয়েশ্বর চন্দ্র রায়, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বরকউল্লাহ বুলু, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও নঈম জাহাঙ্গীর।