আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির মিথ্যা অভিযোগ তাদের রাজনৈতিক কৌশল। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। আজ শনিবার রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শেখ সেলিম বলেন,‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। আমাদের কাছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। বিএনপির লোকজন কিছু কিছু জায়গায় বানোয়াট মিথ্যা অভিযোগ দিচ্ছে। এটা তাদের একটি রাজনৈতিক কৌশল। প্রতিটি নির্বাচনে তারা অভিযোগ করে ঠিকভাবে ভোট হচ্ছে না।’
তিনি বলেন, সবার কাছে যাতে সিটি নির্বাচন গ্রহণযোগ্য হয় সেজন্য আমরা চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে না। এখনও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনগণের ভালোবাসা নিয়ে আমরা রাজনীতি করতে চাই, জনগণকে জিম্মি করে আমরা রাজনীতি করতে চাই না। বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে শেখ সেলিম বলেন, বিএনপি যদি কোথাও এজেন্ট না দেয়, তবে, এর দায়িত্ব কে নেবে? এ সময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান