নির্বাচন কমিশনের সদরদপ্তর নির্বাচন ভবনে রোববার রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমানের নেতৃত্বাধীন কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থিত নির্বাচন ভবনে রবিবার মধ্য রাতের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের মুখপাত্র কামরুল হাসান জানান, রাত ১১টা ৬ মিনিটের দিকে ভবনের বেসমেন্টে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজকের বাজার/এমএইচ