গাজীপুর সিটি করপোরেশন সুষ্ঠুভাবে চলছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।
মঙ্গলবার (২৬ জুন) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রকিব উদ্দিন মণ্ডল বলেন, 'আমরা আশা করছি ৪টা পর্যন্ত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এছাড়া আমরা চাই গাজীপুরবাসীর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক।'
তিনি আরো বলেন, 'আমাদের সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন কেন্দ্র হতে যে তথ্য পেয়েছি, তাতে সঠিক সময়ে নির্বাচন শুরু হয়েছে। সব ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রয়েছে।'
রকিব উদ্দিন মণ্ডল বলেন, 'বিএনপি এর আগের নির্বাচনগুলোতে অভিযোগ দিলে আমরা তার ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু আজকে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ জানায়নি। আমাকে লিখিত কোন অভিযোগ করেনি কেউই।'
আরজেড/মতিন