বাংলাদেশ ব্যাংকের কর্মচারী নির্দেশ নং-এইচআরডি-১ঃ২৩/২০১৯ মোতাবেক ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মহাব্যবস্থাপক জনাব মোঃ মোশাররফ হোসেন খানকে ০৮/০১/২০১৯ তারিখে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি প্রদানপূর্বক খুলনা অফিসে বহাল করা হয়েছে।
জনাব মোঃ মোশাররফ হোসেন খান বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। জনাব খান ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।
তিনি বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ ও পরিদর্শন বিভাগ, ব্যাংকিং রেগুলেশন ও পলিসি ডিপার্টমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ-১, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, মাইক্রোক্রেডিট রিগুলেটরি অথোরিটি, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, জনাব খান যুগ্মপরিচালক থাকাবস্থায় বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি আর্মেনিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ভ্রমন করেছেন।