নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

রাজধানীর বেইলী রোডের রূপায়ণ গ্রুপের একটি নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে দড়ি ছিড়ে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-সায়েম (২৩), জয়নুল (২১) ও জাহাঙ্গীর (২২)। মঙ্গলবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রূপায়ণ গ্রুপের নির্মাণাধীন ১০তলা ভবনের লিফটের জায়গায় কাজ হচ্ছিল। কিন্তু হঠাৎ করে দড়ি ছিড়ে পড়ে যাওয়ার পর অন্যান্য শ্রমিকরা তাদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। বিকলে পৌনে ৪টার দিকে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের বাজার : এলকে /এলকে ৬ জুন ২০১৭