নির্মাণ শ্রমিক ওয়ার্নার !

ওয়ার্নার স্ত্রী ক্যানডিস ওয়ার্নার সম্প্রতি এমন কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, যেখানে ওয়ার্নারকে নির্মাণ শ্রমিকের কাজ করতে যেখা যাচ্ছে। সিডনির মারোবরায় সমুদ্রের পাড় ঘেঁষে নিজের বাড়িতে এই কাজ করছিলেন তিনি। সঙ্গে তাঁর ছোট্ট দুই মেয়েকেও কাজ করতে দেখা যায়।

বল টেম্পারিংয়ের কারণে ক্রিকেটে নিষিদ্ধ হন ডেভিড ওয়ার্নার। তাই হাতে অফুরন্ত অবসর।হয়তো অবসর সময়টুকু কাজে লাগাতেই নেমে পড়লেন নির্মাণ কাজে।

আজকের বাজার/আরজেড