গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার। আজ রোববার বিকালে টঙ্গিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
হাসান উদ্দিন সরকার বলেন, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দুই লাখ ভোটের ব্যবধানে হারবেন। এটি আগে থেকেই আঁচ করতে পেরে নির্বাচন স্থগিতের ষড়যন্ত্র করা হয়েছে।
নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ব্যর্থ হলে আইনী লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে নির্বাচন আদায় করে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনা হবে।
এদিকে সকাল থেকে বিভিন্ন স্থানে প্রচারণায় থাকায় নেতাকর্মীরাও নির্বাচন স্থগিতের ঘোষণা জেনে তাৎক্ষনিকভাবে বিক্ষোভ করেন। এদিকে নির্বাচন স্থগিতের পর আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি।
এস/