নিষিদ্ধ ঘোষিত হংকং স্বাধীনতা দলের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অভিযানস্থল থেকে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। শুক্রবার পুলিশের এক সিনিয়র কর্মকর্তা এএফপি’কে একথা বলেন।
এদিকে সপ্তাহ’র পর সপ্তাহ ধরে নগরীতে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। খবর এএফপি’র।
এক বিবৃতিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শা টিন জেলার একটি শিল্প প্রতিষ্ঠান থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সাত পুরুষ ও এক নারী রয়েছে। লাইসেন্স বিহীন অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিবৃতিতে গ্রেফতারকৃতদের পরিচয় জানানো হয়নি। তবে পুলিশের সিনিয়র এক সূত্র এএফপি’কে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে স্বাধীনতা কর্মী অ্যান্ডি চান রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, অ্যান্ডি চানকে পেট্রল বোমাসহ ওই শিল্প প্রতিষ্ঠানের ভিতর থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা হুমকির অজুহাতে গত বছর চানের স্বাধীনতা দল নিষিদ্ধ ঘোষণা করা হয়। ১৯৯৭ সালের পর এই প্রথমবারের মতো দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।