নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করলেন উমর আকমল

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি প্যানেল দুর্নীতির অভিযোগে উমর আকমলকে সব রকম ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে। সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে পিসিবির কাছে আবেদন করেছেন উমর আকমল। ক্রিকেট পরিচালনা পর্ষদ আকমলের আবেদন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে এবং এই মামলার শুনানির জন্য স্বতন্ত্র বিচারপতিদের একটি প্যানেল গঠন করবে।

ডিসিপ্লিনারি প্যানেলের বিরুদ্ধে তখনই এ নিয়ে প্রশ্ন উঠেছিল। অন্যদের তুলনায় শাস্তি অনেক বেশি কঠিন হয়েছে বলেও দাবি করা হয়েছিল আকমলের তরফ থেকে। সেই সময় জানিয়েছিলেন, শাস্তি কমানোর জন্য তিনি আবেদন জানাবেন।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পিসিবির আইন অনুসারে প্যানেল কোনও নতুন কেসের শুনানি করবে না এবং যে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয়েছে তা ভ্রান্ত ছিল কিনা তা বিবেচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

দুটি ভিন্ন ঘটনায় পিসিবি দুর্নীতি দমন কোডের ২.৪.৪ অনুচ্ছেদের অভিযোগে উমর আকমলকে অভিযুক্ত করা হয়েছিল।