কানাডায় করোনা ভাইরাসের তৃতীয় ধাপের সংক্রমণ ঠেকাতে সরকারের নেয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে শনিবার মন্ট্রিলের অলিম্পিক স্টেডিয়ামে হাজার হাজার লোক সমাবেশ করেছে।
সমাবেশের শুরুতেই কিছু বিক্ষোভকারীকে পুলিশ আটক করে। সমাবেশে মাস্ক, কারফিউ ও হেলথ পাসপোর্টের বিরুদ্ধে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।
সমাবেশ উৎসবমুখর থাকলেও সেখানে প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সমাবেশে ঠিক কত সংখ্যক লোক অংশ নিয়েছে সে সম্পর্কে পুলিশ কিছু না বললেও দেশটির সংবাদ মাধ্যম বলছে এ সংখ্যা প্রায় ৩০ হাজার।
কুইবেকে সম্প্রতি অনুষ্ঠিত যে কোন সমাবেশের চেয়ে এটি বড় ছিল।
বিক্ষোভকারীদের অধিকাংশেরই মুখে মাস্ক ছিল না। সামাজিক দূরত্ব মানারও কোন লক্ষণ ছিল না। তারা করোনা প্রতিরোধে সরকারের নেয়া নিষেধাজ্ঞাকে অন্যায্য বলে দাবি করে। তারা মাস্ক পরা বাধ্যতামূলকের সমালোচনা ও জানুয়ারি থেকে জারি থাকা কারফিউয়ের বিরুদ্ধেও কথা বলে।
সমাবেশের আয়োজকরা করোনা প্রতিরোধে নেয়া স্বাস্থ্য পদক্ষেপসমূহ বাতিলের দাবি জানায়।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জস্টিন ট্রুডো এই সমাবেশকে খুবই হতাশাজনক বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, কানাডায় ১২ লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৪ হাজার ২শ জন। এর অর্ধেকেরও বেশি মারা গেছে অন্তারিও ও কুইবেকে।