সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাট-বাজারে জনসমাগম করায় ৬১টি মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১ লাখ ২৯ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সদর উপজেলায় ২৭টি, রাণীশংকৈলে ২৮টি, বালিয়াডাঙ্গীতে ৪টি ও হরিপুরে ২ টি মামলা করা হয়েছে।
জেলার ৫টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী কমিশনারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এসময় অপ্রয়োজনীয় জনসমাগম রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এর আগে, গত ৯ এপ্রিল জেলার পাঁচটি উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ৬০ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ১ লাখ ২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
সূত্র – ইউএনবি