ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে তেহরানের বিরুদ্ধে আরোপিত সকল নিষেধাজ্ঞা তুলে নেয়ার মাধ্যমে ‘প্রথম পদক্ষেপ’ নিতে বলেছেন। ইরানের সাথে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কথা বলার একদিন পর রুহানী একথা বললেন। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি প্রচারিত এক ভাষণে রুহানি বলেন, ‘পদক্ষেপ হচ্ছে নিষেধাজ্ঞা থেকে সরে আসা। আপনাকে অবশ্যই ইরানের বিরুদ্ধে আরোপ করা সকল অবৈধ, অন্যায্য এবং ভুল নিষেধাজ্ঞা থেকে সরে আসতে হবে।’