নতুন কোচ আন্দ্রেস ভিয়াস -বোয়াসের অধীনে লীগ ওয়ানে প্রথম জয়ের স্বাদ পেয়েছে মার্সেই। বুধবার অনুষ্ঠিত ডার্বি ম্যাচে কট্টরপন্থী স্বাগতিক সমর্থকদের মধ্যে সমকামী বিরোধী উত্তেজনার কারণে প্রথমার্ধের খেলা কিছু সময়ের জন্য স্থগিতও রাখতে হয়েছে। তবে শেষ পর্যন্ত ২-১ গোলে জয়লাভ করে সফরকারী মার্সেই।
ম্যাচ শেষ হওয়ার ১৭ মিনিট আগে পেনাল্টি থেকে জয়সুচক গোল করে মার্সেইকে পয়েন্ট তালিকার ১৩তম অবস্থানে তুলে আনেন দিমিত্রি পাইট। এর আগে দারিও বেনেদেত্তোর প্রথমার্ধে দেয়া গোলটি বিরতির পর নিজেরই পেনাল্টি থেকে পরিশোধ করে দেন স্বাগতিক নিসের মিডফিল্ডার ওয়েলান সিপ্রিয়েন।
ফরাসি আন্তর্জাতিক তারকার জয়সুচক গোলটি নিসের শতভাগ জয়ের ধারাবাহিকতারও ইতি ঘটিয়েছে। এছাড়া স্বাগতিক দর্শকদের অতিমাত্রার উত্তেজনার কারণে প্রথমার্ধ থেকে ১০ মিনিট কর্তন করেছে ম্যাচ কর্মকর্তারা। সমর্থকদের আগ্রাসী কর্মকান্ডের কারণে ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছিল।
আজকের বাজার/লুৎফর রহমান