আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দিনের শুরু থেকেই সূচকের পতন দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিনের শুরুটা সিএসইতে ঊর্ধমূখী প্রবনতা থাকলেও কিছুক্ষন পর থেকেই দেখা যায় নিম্নমূখী প্রবনতা। এরপর টানা নিম্নমূখী প্রবনতায় লেনদেন দেশের উভয় পুঁজিবাজারে।সেই ধারাবাহিকতায় শেষ হয় লেনদেন লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠান দর হারিয়েছে সেই সাথে গত দিনের চেয়ে কমে গেছে মোট লেনদেনের পরিমান। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেনে ছাড়িয়েছে ৩৩১ কোটি ৭৮ লাখ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৭ পয়েন্টে এবং ডিএস৩০ ইনডেক্স ৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ৮৫৮ পয়েন্টে। আজ ডিএসইতে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টির দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসই অল শেয়ার প্রাইস ইনডেক্স ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২০৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়া ২২৪ টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
আজকের বাজার/মিথিলা