নিহত দুই যাত্রীর স্বজনদের খুঁজছে দূতাবাস

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বিলকিস আরা ও পিয়াস রায়ের স্বজনদের খুঁজছে দূতাবাস। এই দুজনের কোনো স্বজন নেপালের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেননি। হতভাগ্য এই দুই যাত্রীর নাম ও পাসপোর্ট নম্বর সংগ্রহ করা হয়েছে।

জানা গেছে, গত সোমবার দুর্ঘটনার পর এখন পর্যন্ত এই দুই যাত্রীর কোনো স্বজন তাঁদের খোঁজে আসেননি। বাংলাদেশি এই দুই যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও ছবি প্রকাশ করে তাঁদের স্বজনদের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নেপালে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি আল আলিমুল ইমাম।

তিনি জানান, যাত্রীদের একজনের নাম বিলকিস আরা ও অপরজনের নাম পিয়াস রায়। এই দুজনের ব্যাপারে এখন অবধি কেউ খোঁজ নিতে আসেননি।

এদিকে জানা গেছে, পিয়াস গোপালগঞ্জ মেডিকেল কলেজে শেষ বর্ষে পড়তেন। তার বাড়ি বরিশালে। তবে বিলকিস আরার কোনো তথ্য পাওয়া যায়নি।

এমআর/