রাজধানীর কারওয়ানবাজারে কাব্বুকস হার্ডওয়্যার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ শুক্রবার বেলা ১১টা ৪৮ মিনিটে ৯তলা বিশিষ্ট ওই মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। বেলা ১২টা ১২ মিনিটের আগুন সম্পূর্ণরুপে নেভানো হয়। কী কারণে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
এরশাদ হোসেন বলেন, আগুনে ওই মার্কেটের প্রায় ৪০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। তবে দমকল কর্মীদের তৎপরতায় প্রায় ৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।