রংপুরের পীরগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বুধবার (২৩ মে) বিকেল প্রায় পৌনে ৩টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় পীরগঞ্জসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী একটি বাস জগন্নাথপুর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে বাসটি পাশের পুকুরে পড়ে উল্টে যায়।
এতে ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আহত অন্তত ১০ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ থানা পুলিশের ওসি রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।
আজকের বাজার/লাবনী