নিয়ন্ত্রণ হারিয়ে মধুমতি সিনেমা হলে বাস!

নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর মতিঝিলস্থ মধুমিতা সিনেমা হলের সঙ্গে  হঠাৎ ধাক্কা খেয়েছে একটি স্টাফ বাস। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

মঙ্গলবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে বাসটি মধুমিতা সিনেমা হলের সামনে এসে হঠাৎ ব্রেক ফেল করায় এ ঘটনা ঘটে।

মধুমিতা সিনেমা হলের কর্মচারি রবিন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হলের সামনের পিলারে এসে ধাক্কা লাগে। এসময় উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সিনেমা হলের তেমন কোনও ক্ষতি হয়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে চালক প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক আহত হন। লোকজন ছোটাছুটি শুরু করে। পরে চালক দিশেহারা হয়ে মধুমিতা সিনেমা হলের দিকে বাসটি নিতে গেলে হলের বারান্দার পিলারে গিয়ে আঘাত করে।

পুলিশ কর্মকর্তা জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ইতোমধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানারকম মন্তব্য করছেন। সড়ক দুর্ঘটনারোধে সরকারকে দ্রুত নীতিমালা প্রণয়ন ও তার বাস্তবায়নের দাবি জানিয়েছেন অনেকেই।

উল্লেখ্য, গত রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব নামে দুই শিক্ষার্থী জাবালে নূর পরিবহনের বাসচাপায় নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ৮-১০ জন শিক্ষার্থী।

ওই ঘটনায় জাবালে নূরের তিন গাড়ির দুই চালক ও দুই হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এর আগে নিহত মিমের বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। তারপর থেকে রাজপথে নেমে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। এই আন্দোলনের মাঝেই এবার মতিঝিলে এই দুর্ঘটনা ঘটেছে।

 

আজকের বাজার/এমএইচ