বিসিএস, বিশ্ববিদ্যালয়, ব্যাংক ও সরকারি চাকরির নিয়োগ ও ভর্তিতে ডিজিটাল জালিয়াতির চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।
গ্রেফতারকৃতরা সর্ববৃহৎ একটি চক্র বলে জানিয়েছেন সিআইডির এএসপি (মিডিয়া) শারমিন জাহান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতির কারণে এযাবতকালের সর্ববৃহৎ চক্রকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে সরকারি কর্মকর্তাও রয়েছেন। তিনি বলেন, পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
আজকের বাজার/এমএইচ