প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে ৬ পরীক্ষার্থীকে জেল-জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহসিন উদ্দিন এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, শংকর দাস, শিউলি মজুমদার, কনা মল্লিক, হামিদা আক্তার. মিম বালা ও তনুজা বিশ্বাস। এর মধ্যে শংকর দাসকে সাত দিনের কারাদণ্ড এবং বাকি প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এদের বাড়ি গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে।
জানা গেছে, গোপালগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২০০টি সহকারী শিক্ষক পদের বিপরীতে ২১টি কেন্দ্রে ১৪ হাজার ২০ জন পরীক্ষার্থী অংশ নেন। স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগে তাদের আটক করা হয়।
বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহসিন উদ্দিন তাদেরকে জেল-জরিমানার আদেশ দেন। শংকর দাসকে জেল হাজতে প্রেরণ করা হলেও বাকিরা জরিমানার টাকা দিয়ে ছাড়া পান।
রাসেল/