আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অন্যের বাড়ি দখলের জন্য ভুয়া সার্টিফিকেট জমা দিয়েছিলেন। এইসব লোকের কোনো নীতি নেই। এরা বারবার দল পাল্টান। এসব নীতিহীন লোকেরাই বিএনপির শীর্ষ নেতা।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাম্যবাদী দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির শীর্ষ নেতাদের নমুনা এরাই। মওদুদ আহমদ অন্যের বাড়ি দখল করেছিলেন। এরাই হলের বিএনপির শীর্ষ নেতা। আওয়ামী লীগে এমন নেতা নেই।
সাম্যবাদী দলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমরা একসঙ্গে আছি, ১৪ দলে আছি। আমরা একসঙ্গে লড়াই করব এবং একসঙ্গে এগিয়ে যাব।’
নির্বাচন সামনে রেখে বিএনপি শীর্ষ নেতাদের বিরুদ্ধে কেন মামলা করা হচ্ছে-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা ২০১৪ সালে নির্বাচনের আগে যেমন নাশকতা করেছিল এবারও তেমনটা করতে পারে-এ তথ্য জানতে পেরেই পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা করেছে।
এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীতে দাওয়াত দেওয়ার জন্য সাম্যবাদী দলের নেতাদের ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।
আজকের বাজার/এমএইচ