জেলার ডোমার উপজেলায় আজ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মধ্যে সহায়তা হিসাবে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে।
এসব সহায়তার মধ্যে প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন এবং ছয়হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২টায় ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তযোদ্ধা মো. আফতাব উদ্দিন সরকার।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুল মালেক সরকার প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল মাবুদ জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের তহবিল থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মধ্যে দুই বান্ডিল করে ঢেউটিন ও ছয়হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। (বাসস)