জেলায় আজ কাজে নেমেছেন পুলিশ বাহিনীর সদস্যরা।
আজ সোমবার বেলা ১১ টায় নীলফামারীর পুলিশ সুপার মো. মোকবুল হোসেনের নেতৃত্বে কাজে নামেন পুলিশ সদস্যরা। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
সোমবার বেলা ১১টার মধ্যে জেলা শহরের চৌরঙ্গীমোড়সহ বিভিন্ন পয়েন্টে কাজে দেখা গেছে ট্রাফিক পুলিশ-সহ অন্য বাহিনীর অন্য সদস্যদের।
বেলা ১২টার পর পুলিশ সুপার মো. মোকবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি গাড়ি বহর শহরে রাস্তা প্রদক্ষিণ করে। গাড়ি বহরটি চৌরঙ্গী মোড়ে এসে পৌঁছলে সেখানে ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানান গত কয়েকদিন ধরে ট্রাফিকের দ্বায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা।
এরপর বহরটি পৌর সুপার মার্কেট অতিক্রম করার সময় দলীয় কার্যালয়ের সামনে পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়া সড়কের বিভিন্ন স্থানে ফুল দিয়ে পুলিশ সদস্যদের স্বাগত জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবি সংগঠন-সহ সাধারণ জনগন।
এসময় পুলিশ সুপারের সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর, সদও থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক জ্যোর্তিময় রায় প্রমুখ। (বাসস)