নীলফামারীতে এক নারী চিকিৎসক ও একই পরিবারের ছয়জন সদস্যসহ নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫২ জনে।
রবিবার রাত ৯টার দিকে সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, নীলফামারী জেনারেল হাসপাতালে করোনা রোগীদের আইসোলেশন ওয়ার্ডে দায়িত্ব পালন করা জেলার ডিমলা উপজেলা হাসপাতালের এক নারী চিকিৎসক (২৫) করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া চিকিৎসাধীন থাকাদের মধ্যে একজনের (২৫) পুনরায় পজেটিভ এসেছে।
আক্রান্ত নতুন ১২ জনের মধ্যে জেলা সদরে একই পরিবারের ছয়জনসহ সাতজন, ডোমারে দুজন, সৈয়দপুর পাঁচ মাসের শিশু ও তার মাসহ দুজন ও ডিমলায় একজন রয়েছেন বলে জানান তিনি।