জেলার সদর উপজেলায় পারিবারিক পুষ্টির চাহিদা পুরণ ও শাক সবজির উৎপাদন বৃদ্ধিতে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করা হয়েছে।
প্রতি ইঞ্চি জমি ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার অংশ হিসেবে আজ ইটাখোলা ইউনিয়নের উত্তর কানিয়ালখাতা গ্রামের ২৫টি কৃষক পরিবারের মধ্যে ওই বীজ বিতরণ করে সদর উপজেলা কৃষি বিভাগ। এর মধ্যে রয়েছে ঢেঁড়স, লালশাক, ডাটাশাক, পুইশাক, শশা ও ঝিঙ্গার বীজ।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, প্রতি ইঞ্চি জমি ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার অংশ হিসেবে পুষ্টি যোগানে পারিবারিক কৃষির আওতায় বসতবাড়ির আঙ্গিনাসহ পতিত জমিতে সবজি চাষে ওই বীজ প্রদান করা হয়েছে।