নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেণ্ট শুরু

জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্ট শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

বালক বিভাগে বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে ট্রাইব্রেকারে জলঢাকা উপজেলার দক্ষিণ কাজীরহাট পান্থপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে ডোমার উপজেলার জোড়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

বালিকা বিভাগে বঙ্গমাতা গোল্ড কাপের উদ্বোধনী খেলায় সৈয়দপুর উপজেলার পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে ডোমার উপজেলার হলহলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাজুল ইসলাম ম-লের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
উল্লেখ্য, টুর্নামেন্টে জেলার ৬ উপজেলার ৬টি বালক এবং ৬টি বালিকা দল অংশ গ্রহণ করছে।

আজকের বাজার/লুৎফর রহমান