নীলফামারী জেলার সদর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিল্লাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বালক বিভাগে সোনারায় ইউনিয়নের এক নম্বর পুটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে লক্ষ্মীচাপ ইউনিয়নের লক্ষ্মীচাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।
আজ বুধবার বিকালে জেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
দিনের প্রথম ফাইনালে বালিকা বিভাগের ম্যাচে নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে লক্ষ্মীচাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে চওড়াবড়গাছা ইউনিয়নের নতিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অন্য দিকে দিনের দ্বিতীয় ফাইনালে সোনারায় এক নম্বর পুটিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩- গোলে টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গণি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, সান্তনা চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক সরকার ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
আজকের বাজার/লুৎফর রহমান