নীলফামারীতে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ-১৭) জেলা পর্যায়ের টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ বুধবার বিকেলে জেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। উদ্বোধনী খেলায় কিশোরগঞ্জ উপজেলা দল ৩-১ গোলে ডোমার উপজেলা দলকে পরাজিত করে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্টানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ।
জেলা পর্যায়ের খেলায় ৬ উপজেলার ৬টি ও ১টি পৌরসভাসহ মোট সাতটি দল অংশগ্রহণ করবে বলে জানান আয়োজকরা।
আজকের বাজার/লুৎফর রহমান