নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক ফার্নিচার মিস্ত্রিকে বাড়িতে একা পেয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রোববার (১৫ জুলাই) ভোরে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এর আগে শনিবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাজীরহাট এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।
নিহতের নাম শাহজাদা (৩২)।
এলাকাবাসী জানান, বাড়ির লোকজন বিয়ের দাওয়াত খেতে শনিবার সকলে চলে যায়। বাড়িতে একাই অবস্থান করছিলেন ফার্নিচার মিস্ত্রি শাহজাদা। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে এলোপাথারী ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
রোববার সকালে এলাকাবাসী তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গোঙরানির শব্দ পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ