নীলফামারীর ডোমারে আসা শিক্ষা সফরের একটি বাস খাদে পড়ে অন্তত ১০ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার দুপুরে উপজেলার আমবাড়ী হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।আহতরা সবাই দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ডা. আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই প্রতিষ্ঠানের বাসটি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের নিয়ে বাংলাবান্ধা হতে নীলফামারী জেলার ডালিয়ার উদ্দেশে যাচ্ছিল।
পথিমধ্যে বিপরীত দিক হতে আসা একটি লবণের ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পার্শ্বে ১৫ ফুট নিচে পড়ে যায়। এতে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজকের বাজার/আরজেড