নীলফামারীতে পাঁচদিন ধরে রিয়াজ বাবু নামের তিন বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। গত শনিবার সকাল সাড়ে ১১টার পর থেকে শিশুটির সন্ধান পাওয়া যাচ্ছে না।
শহরের বাড়াইপাড়া মহল্লার আজিজুল ইসলামের শিশু ছেলের নিখোঁজ হওয়া নিয়ে শহরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে- শিশু অপহরণকারীরা এই কাজ করতে পারে। শিশুটির বাবা এ ঘটনায় নীলফামারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
রিয়াজ বাবুর পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনই বাড়ির আশপাশ খেলাধুলা করে। ঘটনার দিন শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত সে খেলছিল। এরপর তাকে আর পাওয়া যায়নি।
বাবা আজিজুল ইসলাম বলেন, ছেলেকে পেতে সর্বত্র খুঁজেছি। কিন্তু সন্ধান পাচ্ছি না। মাইকিং করে প্রচারণা এমনকি পোস্টার সাঁটিয়ে দিয়েছি বিভিন্ন স্থানে। বিষয়টি থানা পুলিশ ছাড়াও স্থানীয় র্যাব ক্যাম্পে অবহিত করেছি।
নীলফামারী থানা পুলিশের ওসি বাবুল আকতার জাগো নিউজকে বলেন, নিখোঁজের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বেতার বার্তার মাধ্যমে অবহিত করা হয়েছে। এছাড়া শিশুটির ছবি নিয়ে বিভিন্নস্থানে সন্ধান চলছে।
আজকের বাজার: আরআর/ ১৮ অক্টোবর ২০১৭