নীলফামারীর জলঢাকা উপজেলার ধয়েরা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। নিহতরা হলেন, রহিম (৩২) ও আলম (৩৫)।
শনিবার (২ জুন) ভোররাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জলঢাকা থানার ওসি সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকাগামী যশোদা পরিবহনের একটি বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত ও আরও দুজন আহত হন।
রাসেল/