জেলার সদর উপজেলায় নীলফামারী-সৈয়দপুর সড়কে আজ সকালে মাটি বহনকারী ট্রাকের চাপায় জামিয়ার রহমান(২৩)নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে সংগলশী ইউনিয়নের কাচারী বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিয়ার সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বকসিপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র। এলাকাবাসি সূত্রে জানা যায়, ঘাতক ট্রাকটি আজ সকালে নীলফামারী-সৈয়দপুর সড়ক দিয়ে নীলফামারীর দিকে যাওয়ার সময় কাচারী বাজার নামক স্থানে বিপরীতমুখি একটি অটোবাইকে চাপা দেয়।এতে অটোবাইকের যাত্রি জামিয়ার রহমান ঘটনাস্থলেই নিহত হন। আহত ফারুক হোসেন(২০)ও জাহিদুল ইসলামকে(৫০)নীলফামারী আধুনিক সদর হাপতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত জামিয়ারে মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর-বাসস
আাজকের বাজার/আখনূর রহমান