নীলফামারীর জলঢাকায় দিনব্যাপী যুব উৎসব

জেলার জলঢাকায় যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুবদের উৎপাদিত পণ্যের প্রচারে আজ রোববার দিনব্যাপী জলঢাকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে ওই উৎসব অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) উৎসবের আয়োজন করে।

বেলা ১১টার দিকে উৎসবের উদ্বোধন করেন নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. জিয়াউর রহমান। এসময় প্রধান অতিথির বক্তৃতা দেন জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকবর আলী।
উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও সামাজিক সংগঠন ‘শতফুল ফুটতে দাও’ এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার, জলঢাকা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. ফেরদৌসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান,জলঢাকা রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মোহন্ত প্রমুখ।

বক্তারা দক্ষ জনবল তৈরীতে যুবকদের কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব প্রদান করেন।
উৎসবে যুবদের উৎপাদিত পণ্য আটটি স্টলে প্রদর্শন করা হয়। এসময় অতিথিরা এসব স্টল পরিদর্শন করেন। শেষে বিকালে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। (বাসস)