নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি গত অর্থবছরে ৯১ কোটি ১০ লাখ ৫০ হাজার ২৩৯ টাকা আয় করেছে । এর মধ্যে বিদ্যুৎ বিক্রি থেকে ৮৮ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৫০৮ টাকা ও অন্যান্য পরিচালন আয় করেছে ২ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৭৩১ টাকা।
সমিতির পরিচালনা বোর্ডের কোষাধক্ষ মিজানুর রহমান জানান বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ওই আয় থেকে গ্রাহকদের সরবরাহের জন্য বিদ্যুৎ ক্রয় বাবদ ৬৪ কোটি ১১ লাখ ৩৭ হাজার ১৪৯ টাকা, বিদ্যুৎ বিতরণ, পরিচালন ও রক্ষণাবেক্ষণ বাবদ ৬ কোটি ২১ লাখ ৬০ হাজার ৩৩২ টাকা, গ্রাহক হিসাব ও গ্রহক সেবা খাতে ৭ কোটি ৬১ লাখ ১১ হাজার ৬৩০ টাকা, সমিতির প্রশাসনিক ও সাধারণ পরিচালন খাতে ৬ কোটি ৯২ লাক ১০ হাজার ৪৭ টাকা, অবচয় ও অবলোপন ব্যয় ১২ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৫৫৮ টাকা, বিভিন্ন কর পরিশোধে ৫ কোটি ১ লাখ, ৯০ হাজার ২৩৬ টাকা, ঋণের সুদ বাবদ পরিশোধ ৫ কোটি ৭০ লাখ ২০ হাজার ৪৫১ টাকা ব্যয় করা হয়েছে।
সকল ধরণের দায় দেনা পরিশোধের পর উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৪২২ টাকা।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী এসএস হাসনাত হাসান বলেন, ২০১৬-২০১৭ অর্থবছরে ওই আয় এবং ব্যয় হয়েছে। সেটি বার্ষিক সাধারণ সভার আর্থিক বিবরণীতেও তুলেধরা হয়েছিল।
আরএম/