শিরিন আবদেল ওয়াহাব নামে আরব বিশ্বে পরিচিত একজন তারকা শিল্পীকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। নীল নদ নিয়ে রসিকতা করার অভিযোগে তাকে কারাদন্ড দেয়া হয়।
এই আরব অভিনেত্রী নীল নদের পানির পরিচ্ছন্নতা নিয়ে মজা করে একজন ভক্ত কে বলেছিলেন , এই পানি পান করলে জীবাণু পান করা হবে।
গত বছরের নভেম্বরে শিরিনের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলার সূত্রধরে শিরিনকে ৬ মাসের কারাদন্ড দেয় কায়রোর একটি আদালত। জামিনের জামানত হিসেবে শিরিনকে ৫ হাজার মিশরীয় পাউন্ড দিতে বলেছে আদালত।
উল্লেখ্য, আমিরাতের একটি কনসার্টে অভিযোগ স্বীকার করে শিরিন ক্ষমাও চেয়েছেন।
আজকের বাজার: আরজেড/ ২৮ ফেব্রুয়ারি ২০১৮