সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া বস্ত্রখাতের নুরানী ডায়িং অ্যান্ড সোয়েটার কোম্পানি লিমিটেডের আবেদন জমা নেওয়া শুরু হবে ২ এপ্রিল। ১০ এপ্রিল পর্যন্ত আইপিও আবেদন প্রক্রিয়া চলবে।
কোম্পানি ও স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিএসইসির ৫৯৭তম সভায় কোম্পানিটির আইপিও আবেদন অনুমোদন করা হয়।
আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করবে। বাজারে ৪ কোটি ৩০ লাখ শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৪৩ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ ও ঋণ পরিশোধ করবে।
গত ৫ হিসাব বছরে কোম্পানিটির গড়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭৯ পয়সা। সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুসারে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৪ টাকা ৩৭ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্বে রয়েছে ইবিএল ইনভেস্টমেন্টস, ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিএপিএম অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড।