ডাকসু ভিপি নুরুল হক নুরের জীবনের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও এর প্রক্টরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকনের পাঠানো এ নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে যথাযথ পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
‘ভিপি নুর কেবলমাত্র রাষ্ট্রের একজন নাগরিকই নন, তিনি সাধারণ ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি। তিনি বারবার আক্রমণের শিকার হচ্ছেন। তাই অবিলম্বে রাষ্ট্রের তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেয়া প্রয়োজন,’ যোগ করা হয় নোটিশে।
গত ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২৮ জন আহত হন। বাংলাদেশ ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ ওঠে।
সূত্র:ইউএনবি
আজকের বাজার/লুৎফর রহমান