নুরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে মানববন্ধন করেন তারা।

এদিকে এই মানববন্ধন করার কারণে মানববন্ধন আয়োজনকারীদের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, নুরের উপর যে হামলা করা হয়েছে, তা শুধু নুরের শরীরে আঘাত করেনি। এই আঘাত করা হয়েছে বাংলাদেশের উপর। বক্তারা, এই হামলার বিচারও চেয়েছেন।

উল্লেখ্য, সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ আন্দোলন ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু দীর্ঘদিনেও সে সংক্রান্ত কোন প্রজ্ঞাপন না হওয়ায় পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়ার জন্য সংবাদ সম্মেলন আহ্বান করে তারা। কিন্তু সংবাদ সম্মেলনের পূর্বে গত শনিবার ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে নুরসহ আহত হয় আরও কয়েকজন।

এদিকে সোমবার (২ জুলাই ) কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পতাকা মিছিল ও বিক্ষোভ করতে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বেশ কিছু কলেজের ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

রাসেল/