ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক, অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তবে ভিপি নুর কিছু ঘটনা ঘটিয়ে মাঝেমধ্যেই আলোচনায় থাকতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ঢাবিতে নুর ও তার সহযোগীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা আমরা সমর্থন করি না। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হবে।
‘তবে বহিরাগতদের নিয়ে নুর কেন ডাকসু ভবনে গেলো বিষয়টি রহস্যজনক। ডাকসুর কাজ ছাত্রদের বিষয়ে কাজ করা, ভারতের রাজনৈতিক বিষয় নিয়ে না’, বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, আপনারা দেখেছেন সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশে নানা ধরনের ষড়যন্ত্র আছে। রাজনৈতিকভাবে সরকারকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ ও যারা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চায়, সেই পক্ষ যৌথভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে কি না, এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে কোনও উসকানি ছিলো কি না…আমরা অতীতে দেখেছি ডাকসুর ভিপি নূর এই ধরনের ঘটনার মাধ্যমে আলোচনায় থাকতে চান।
এই হামলা ছাত্রলীগ চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চে ছাত্রলীগের নেতারা ও ছাত্রফ্রন্টের নেতারাও থাকতে পারে। কিংবা মুক্তিযুদ্ধের চেতনায় যেকোনো ছাত্র সংগঠনের নেতারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। কিন্তু ঘটনাটি ঘটেছে মঞ্চের ব্যানারে।
আজকের বাজার/এমএইচ