ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার সাথে সম্পৃক্ত এক ব্যাক্তিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম মোহাম্মদ জাবেদ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে পিবিআই ফেনী ইউনিটের একটি দল। গ্রেপ্তারকৃত জাবেদ ফেনীর সোনাগাজী পৌর কাউন্সিলর মুকসুদুল আলমের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এর আগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় কাউন্সিলর মুকসুদুল আলমকে।
পিবিআই ফেনী ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি মো মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারের পর জাবেদকে ফেনীতে নিয়ে যাওয়া হয়েছে।
আজকের বাজার/এমএইচ