নুসরাতের বিকিনি পোশাকে এত হৈ চৈ কেন?

কাজের মাঝে ছুটি পেয়ে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়েছেন নায়িকা নুসরত জাহান। আর ঘুরতে ঘুরতেই ফাঁকতালে নিজের ছবি পোস্ট করছেন নায়িকা। ইনস্টাগ্রামে পোস্ট করা তার এই ছবি নিয়ে আলোচনা সমালোচনার ঝড়ও উঠেছে নেটি দুনিয়ায়।

নুসরতের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা গিয়েছে, তিনি এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন ইন্দোনেশিয়ার বালিতে। আর সমুদ্র-সৈকতে স্বাভাবিক ভাবেই সাহসী পোশাকে দেখা যাচ্ছে। সোমবার নুসরত নিজের একটি ছবি পোস্ট করেন। টালিগঞ্জের এই সুন্দরী নায়িকাকে এমন বোল্ড অবতারে তাঁর ভক্তরা কমই দেখেছেন।

ছবিতে নুসরতকে দেখা যাচ্ছে যাচ্ছে সবুজ রংয়ের একটি বিকিনিতে। এমনিতেই সৌন্দর্যে নায়িকা ভক্তদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। আর এই স্বল্প পোশাকের আবেদনে পুরোপুরি ঘায়েল তাঁর ভক্তরা।

ছবিটি নুসরত তুলেছেন বালি-র হিলটন রিসর্টে। ইনস্টাগ্রাম থেকেই জানা গিয়েছে, চার বান্ধবীর সঙ্গে বালি বেড়াতে গিয়েছেন নুসরত। কবে ফিরে এসে আবার কাজে যোগ দেবেন টলিউডের জনপ্রিয় এই নায়িকা, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

আজকের বাজার/এমএইচ