স্থির মূল্য পদ্ধতিতে অনুমোদন পাওয়া বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র চলছে। আজ মঙ্গলবার,২রা মে সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এই লটারির ড্র শুরু হয়।
গত ২ এপ্রিল থেকে নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের আইপিও আবেদন শুরু হয়; যা ১০ এপ্রিল পর্যন্ত চলে। ৪৩ কোটি টাকার শেয়ারের জন্য ২৮ দশমিক ১২ গুণ আবেদন জমা পড়েছে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও আবেদন অনুমোদন দেয়।
আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করবে। বাজারে ৪ কোটি ৩০ লাখ শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৪৩ কোটি টাকা উত্তোলন করবে। আইপিওর টাকা দিয়ে কোম্পানিটি ৬৮ শতাংশ ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ঋণ পরিশোধ করবে।
আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করবে। বাজারে ৪ কোটি ৩০ লাখ শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৪৩ কোটি টাকা উত্তোলন করবে।
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কোম্পানির চেয়ারম্যান রেহেনা আলম, ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম, কোম্পানির ইস্যু ম্যানেজার ইম্পেরিয়াল ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন সিকদার, সিএপিএম অ্যাডভাইজরি সার্ভিসেসে ব্যবস্থাপনা পরিচালক তানিয়া শারমিন ও ইবিএল ইনভেস্টমেন্টসের প্রধান পরিচালন কর্মকর্তা পঙ্কজ রায়।
আজকের বাজার:এলকে/এলকে/ ১মে,২০১৭