পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার,১৪ ডিসেম্বর সকাল ১০টায় দ্যা প্যাসিফিক হোটেল, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। যা এজিএমে অনুমোদন করেছে শেয়ারহোল্ডারগণ।
এজিএমের সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান রেহানা আলম। তিনি বলেন, ৩০ জুন ২০১৭ অর্থবছরে কোম্পানির সেলস রেভিনিউ ১১০ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ২৭৬ টাকা। কর্পোরেট আয়সহ সব খরচ বিয়োজনের পর কোম্পানির নীট লাভ হয়েছে ৫ কোটি ৩৯ লাখ ১৪ হাজার ৯৮৭ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.১৫ টাকা।
কোম্পানি সেক্রেটারি মাহবুব আলম দিপু কোম্পানির বার্ষিক প্রতিবেদন ও আর্থিক বিবরণী পড়ে শোনান। তিনি জানান, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) এর মাধ্যমে কোম্পানিটি ৪৩ কোটি টাকা উত্তোলন করে। এর মধ্যে স্টিল স্ট্রাকচার ও সিভিল কনস্ট্রাকশন বাবদ ৫ কোটি টাকা, মেশিনারি ও ইকুইপমেন্ট বাবদ ২৪ কোটি ৩৩ লাখ ১৭ হাজার টাকা এবং আইপিও খরচ বাবদ ১ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার টাকা এবং ব্যাংক ঋণ পরিশোধ বাবদ ১১ কোটি ৮০ লাখ টাকা খরচ করার জন্য নির্ধারিত ছিলো।
সাধারণ সভায় শেখ নূরুল আলম ও রেহানা আলম পরিচালক পদে পুনঃনিয়োগ লাভ করেন।
২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে । তবে পাবলিক লিমিটেডে নিবন্ধিত হয়েছে ২০১৪ সালের ৭ ডিসেম্বর।
নূরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেড ২০১৬ সালে ১৫ মাসের হিসাব নিরীক্ষা করেছে। এতে এপ্রিল, ২০১৫ থেকে ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের ১৫ মাসে পণ্য বিক্রি বাবদ আয় করেছে ১৩০ কোটি ৫৫ লাখ ১৮ হাজার টাকা। যা এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে ছিল ৯৮ কোটি ১৫ লাখ ৪২ হাজার টাকা। ২০১৪ সালে আয় হয়েছিল ৯৪ কোটি ৪২ লাখ টাকা।
এদিকে ৩০ জুন, ২০১৬ সমাপ্ত সময়ে কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ৭ কোটি ১৪ লাখ ১১ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৭৯ পয়সা। যা ২০১৫ সালে ছিল ৪ কোটি ৪৯ লাখ টাকা এবং ইপিএস ১ টাকা ১২ পয়সা। ২০১৪ সালে ছিল ৫ কোটি ১২ লাখ টাকা এবং ইপিএস ১ টাকা ২৮ পয়সা।
কোম্পানিটির প্রসপেক্টাসে বলা হয়েছে, মোট আয়ের ৭০ দশমিক ৯৩ শতাংশ আসে ইয়ার্ণ ডাইং পণ্য বিক্রির মাধ্যমে।
আজকের বাজার:এসএস/ ১৪ডিসেম্বর ২০১৭