পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান নূরানী ডায়িং এন্ড সোয়েটার লিমিটেডের ৪ জন পরিচালক ও উদ্দোক্তা প্রতিষ্ঠান তাঁর ধারণকৃত শেয়ারের কিছুটা শেয়ার বিক্রির ইচ্ছা পোষণ করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, নূরানী ডায়িংয়ের একজন পরিচালক জনাব এসকে নুরুল আলম ও বেগম রেহানা আলম তাঁদের কাছে থাকা শেয়ারের কিছুটা বিক্রির ইচ্ছা পোষণ করেছেন। নুরুল আলমের কাছে আছে ১ কোটি ৪ লাখ ২৭ হাজার ৩৪০ টি শেয়ার । এখান থেকে ১৮ লাখ ৮৭ হাজার ৩৪০ টি শেয়ার বিক্রি করবেন তিনি ।
বেগম রেহানা আলমের কাছে আছে ৯১ লাখ ৫৭ হাজার ৫০০ টি শেয়ার । এখান থেকে ১৬ লাখ ৫৭ হাজার ৫০০ টি শেয়ার বিক্রি করবেন তিনি ।
কর্পোরেট পরিচালক দাউদপুর রাইস মিলসের কাছে থাকা ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার বোনাস শেয়ারের মধ্যে ২৮ লাখ ৭৩ হাজার শেয়ার বিক্রি করা হবে।
নূরানী ডায়িংয়ের একজন পরিচালক জনাব এস কে সূও মোহাম্মদ আজগরের কাছে আছে ২৮ লাখ ২০ হাজার ৫১০ টি শেয়ার । এখান থেকে ৫ লাখ ১০ হাজার ৫১০ টি শেয়ার বিক্রি করবেন তিনি ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বর্তমান বাজারমূল্যে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিঁনি এই শেয়ার বিক্রি করবেন।
আজকের বাজার/মিথিলা