বাংলাদেশ-ভারতে ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ‘নূর জাহান’। এতদিন শোনা গিয়েছিল, অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটির কাহিনি মৌলিক নয়। এবার পরিচালক বললেন অন্য কথা।
সম্প্রতি কলকাতার একটি পত্রিকাকে অভিমন্যু বলেন, ‘নূর জাহান’ রিমেক নয়।
‘নূর জাহান’ অভিমন্যু পরিচালিত প্রথম সিনেমা। এর আগে তিনি সিনেমাটির অন্যতম প্রযোজক নির্মাতা রাজ চক্রবর্তীর সাথে কাজ করেছেন। লিখেছেন স্ক্রিপ্টও।
পত্রিকাটির প্রশ্ন ছিল, ‘প্রলয়’-এর মতো মৌলিক সিনেমার সংলাপ লিখলেও নিজের প্রথম সিনেমা রিমেক কেন? অভিমন্যু জানান, উইকিপিডিয়ায় যদিও লেখা আছে মারাঠি সিনেমা ‘সাইরাত’-এর রিমেক ‘নূর জাহান’। এ তথ্য ভুল।
তিনি আরো জানান, প্রেমের গল্প ছাড়া কোথাও দুই সিনেমার মধ্যে মিল নেই। দর্শক দেখলেই তা বুঝতে পারবেন।
‘নূর জাহান’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে নতুন নায়িকা পূজা চেরির। এর আগে তাকে শিশুশিল্পী হিসেবে একাধিক সিনেমায় দেখা যায়।
সিনেমাটিতে পূজার বিপরীতে আছেন নবাগব আদৃত।
‘নূর জাহান’ প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের রাজ চক্রবর্তী প্রডাকশনস। ইতোমধ্যে যৌথ প্রযোজনার নতুন প্রিভিউ কমিটি সিনেমাটির মুক্তিতে সবুজ সংকেত দিয়েছে।
আজকের বাজার: সালি / ০৮ জানুয়ারি ২০১৭