রাশিয়া বিশ্বকাপকে ব্যর্থ করতে এবার নেইমারকে হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট)। ব্রাজিলিয়ান এই তারকার ছবিসহ পোস্টার ছড়িয়ে আসন্ন ২০১৮ ফুটবল বিশ্বকাপে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছে জঙ্গি সংগঠনটি। দ্য সানের খবর থেকে নেইমার ও মেসিকে হুমকি দেওয়ার বিষয়টি জানা যায়।
এর আগে, এক চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে মেসির এমনই ভয়াবহ ছবিসহ পোস্টার ছড়ায় ইসলামিক স্টেট (আইএস)। তার পাশে লেখা ছিল জাস্ট টেররিজম।
দ্য সানের খবরের সঙ্গে প্রকাশিত ছবিতে দেখা যায়, নেইমারকে পিছনে হাত বেঁধে হাঁটুতে ভর দিয়ে বসিয়ে রাখা হয়েছে। এক আইএস সদস্য নেইমারের গলায় ধারালো অস্ত্র ধরে রেখেছে। পাশে মেসিকে হত্যা করে ফেলে রাখা।
শুধু তাই নায়, হুমকিটা যেন হেসে কেউ উড়িয়ে না দেয়, সে জন্য আরও লিখে দিয়েছে, ‘তোমরা এমন এক দলের সঙ্গে লড়ছ, যাদের অভিধানে ব্যর্থতা বলে কিছু নেই।’
শুধু মেসির রক্তাক্ত ছবি নয়, ভয়াবহ আরও ছবি ছড়িয়েছে সংগঠনটি। কোনও ছবিতে দেখা গেছে বিশাল স্টেডিয়ামের বাইরে সশস্ত্র এক জঙ্গি। যে কোনও মুহূর্তেই সেই জঙ্গি আত্মঘাতী হামলা চালাতে তৈরি।
মেসি ও নেইমারের প্রতি আইএস-এর এই হুমকি বিশ^ ক্রীড়াঙ্গন কিভাবে নেবে সেটাই এখন দেখার বিষয়।
সুত্র: অর্থসূচক
আজকের বাজার: সালি / ০১ অক্টোবর ২০১৭