বার্সেলোনার সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি করতে লিয়োনেল মেসি গড়িমসি করছেন বলে খবর। তার কারণ নাকি একটাই। নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে তিনি দলে চান। ব্রাজিলীয় তারকাকে না ফেরানো হলে নতুন চুক্তিতেও তিনি সই করতে চান না বলে খবর।
নেইমার নিজেও বার্সায় ফিরতে চান। সম্প্রতি নাকি তাঁর এখনকার ক্লাব প্যারিস সাঁ জারমাঁ-র প্রেসিডেন্ট নাসের আল-খেলাফির কাছে বার্তা পাঠিয়ে পরিষ্কার বলে দিয়েছেন, তাঁর জীবনের সব চেয়ে বড় ভুল বার্সেলোনায় মেসি, সুয়ারেস, রাকিতিচদের ছেড়ে আসা। বিশেষ করে মেসিকে। সঙ্গে এক আবেগময় সাক্ষাৎকারে বলে বসেন, বার্সায় ফিরে যাওয়াই তাঁর একমাত্র লক্ষ্য।
আজকের বাজার/লুৎফর রহমান